।।এই তো সময়।।
---------------------------------------
প্রথমেই কচি বয়সের প্রেম বলে না কী দূরে গিয়েছিলো সরে
মাঝে বিরতির বিস্তৃত তট জাঁকিয়ে জড়িয়ে ধরে
দ্বিতীয়ায় গ্লোবাল হাওয়া আম্বানির জয়জয়কার
জানালাটা খোলা,শকুনি মামার খেল না খেলে কি পারে?
আর শেষে কাশ্মীর সীমান্তের কথা মনে পড়ে
বুঝলেন না তো,তবে ঐ দেখুন কেমন করে পাথর ছুঁড়ছে জোরে!
নাও এবার গলা ছেড়ে গাও তো দেখি "জড়িয়ে ধরিছি যারে---"।
----------------------------------------
       ।।বোবা হাওয়া।।
------------------------------------
এই যে পথের দেখা
হাতে হাত রাখা
কথার স্রোতে ভাসা
কিছু পেলো কি চাষা?


হাঁ,যদি তর্কের খাতিরে ধরতেই হয়
মিলেছে খানিক ব্যাঙের নাচন
পেলো কি সেই মনের বাঁধন?
পুড়ে গেলো শুধু জ্যোৎস্নার সুফলাচর!


যদিও এখনো সেই বোবা হাওয়ায়
আধফালী চাঁদ যখন তখন
জেগে উঠতে না উঠতেই
সামান্য জল পড়া দেখে চমকে ওঠে!
------------------------------------------৮/১০/২০২১-অবুঝ মন-