নিঃশ্বাসে প্রাণ ছিল
ঝড় তুলেছিল গভীরে
বিভাজিকা বেড়াজালে পড়ে
জীবন তরী ভেসে গেল
মরু সাগরের কিনারে!


অনেক পথ পাড়ি দেওয়া হলো
উঁকি দেয় আজও,সেই মায়া জোছনা
হারিয়ে যাওয়া সময়ের তীরে
গোলাপের কানামাছি খেলা
রয়ে গেলো মোহময় আনাগোনা।


সাড়া দেওয়া প্রশ্ন সাগরে
বুকের ওঠানামা পথ
নিরীহ কঠিন,আলেয়ার চিক চিক
চেনা অচেনার খোঁজে
জীবন পোড়ে,নাড়ি চলে ধিক ধিক।


সবুজ পাতার নির্মল সমিরন
দিশাহারা নিম্নগামী ঘুমপাড়ানিয়া গান
আগুন গোলার বিনা তেজে
পুড়ে যায় মায়া ভ্রমরের প্রাণ।


নেই কষ্ট হারানোর খেলা করে
রঙ্গিন নিষ্প্রাণ আলাপন ঝরে পড়ে
যে পথে আবার দেখা হলো
ঝড় গেছে থেমে গভীরে।
--------------------------------------------
২৪/১/১৯-অবুঝ মন-