আজ আর গান নয়,অবাক হওয়ার মতো এক আশ্চর্য বিষয়
কী যে লিখি কূল কিনারা খুঁজে দিশাহারা হয়ে যাই
চকিত প্রহর!চোখ ছানাবড়া বললে খুব কম হয়ে যায়!
এতোদিনের শেকল ভাঙ্গাপণ আজ কি মৃত প্রায়?
এ কি দেখি?ব্যবধানের আকাশ কিনতে চেয়ে দুয়ারে দাঁড়ায়!
ক্যানেল আজ ক্যানেল নাই,সেতু আজ সমতলে মিশেছে প্রায়!
হিসাবের বহরে কি হলো কিছু গোলমাল?না কি সংখ্যা তথ্যের ভিত্তি প্রস্তর হাতছাড়া হয়ে যাওয়ার ভয়?
জানি না এ কেমন হাওয়া বদল?না কি ছোঁয়াচে পেলব কোনো রঙ?
না কি আমিত্বের কুয়োতে বৈষয়িক বৈভবের  আরো কিছু প্রাপ্তিযোগের অনাকাঙ্ক্ষিত ঢেউ?
শেষ কথা হলো যে যেমন ডালের খোঁজ করুক না কেন,চিরকাল ভালো থেকে যেন তারা করে জনসংযোগ
কি হবে বা ভাবনার পৃথিবী খুঁজে?
সেই তো একদিন মিশে যেতে হবে বর্ণহীন ফ্যাকাসে স্রোতে
না হয় গড়ে দিয়ে গেলো আরো এক নির্বাক খেলাঘর।
---------------------------------------------
১৩/৪/২২-অবুঝ মন-