হাসিমাখা মুখর ছবিতে ছিল খুশির আবেশ
যা প্রেরণা প্রদানের মাধ্যম রূপে এসেছিল।
সময়ের স্রোতে প্রবাহিত কিছুদিন
ভাবনার আকাশে ভাসে স্মৃতিগুলি
কিন্তু ,উৎসব মুখর দিনে ভেসে আসা মলিন ছবি
মনের দ্বারে প্রশ্ন তোলে বারে বারে,
অনাবিল মুক্তমনের অবসরে
প্রশ্নরা এসে ভিড় করে।
তখনই, শক্ত মনে বাসা বাঁধে
ফেলে আসা দিনগুলির- দুর্বলতার চরম প্রকাশ।
কতবার পাহাড়ের নুড়ি পাথরেতে কান পেতে
বোঝার চেষ্টায় ঘুরে বেড়ানো,
তবুও কোনো উত্তর মেলেনি--
সত্যের খোঁজে আজও অজানার সন্ধানে।
---------------------------------------