আজও তোমাকে সমুদ্রই মনে করি
পবিত্র জলাধারের ঝিলমিল স্নানে পারিজাত পরী
যার অমোঘ আকর্ষণে কখনো স্বপ্নীল স্বপ্ন গড়ি
আর বিকর্ষণে ধু ধু বালুচরে কেবলই ছুটে মরি
আজও তোমাকে সমুদ্রই মনে করি।


আজও তুমি নিজেকে অসীম আকাশ মনে করো !
কখন আমাকে শূন্য বিবরে জ্বালিয়ে-পুড়িয়ে মারো
আবার কখনো বা ছুটে এসে হাতটি ধরো
কী অপূর্ব মহিমা,এ কাজ শুধু তুমিই পারো!
আজও তুমি নিজেকে অসীম আকাশ মনে করো!


আজও তোমাকে মনে করি শুভ্র পাহাড়ের বরফ আলিঙ্গন
মায়া মৃগের স্বর্ণ মুকুট ভ্রমরীর গুঞ্জন
তুফান স্রোত লাভা দাবানল,গরম গর্জন
আবার কখনো ভূকম্পন,বিষাক্ত দংশন হঠাৎই বিসর্জন
আজও তোমাকে মনে করি শুভ্র পাহাড়ের বরফ আলিঙ্গন।


আজও তুমি দামাল হাওয়ায় স্মৃতির উজ্জ্বল বিকিরণ
তিল তিল গড়ে তোলা দীপাধার প্রদীপের অঙ্গন
কখনো বা গাংচিল অবাক জোছনা মসৃণ বন্ধন
হিসাব-নিকাশ বড় গোলমেলে বুক করে চিন চিন,বিষাদ দহন  
আজও তুমি  দামাল হাওয়ায় স্মৃতির উজ্জ্বল বিকিরণ।
---------------------------------------------
১৯/৭/২০২০-অবুঝ মন-