তোষামোদ বৃক্ষের ন্যায়
শাখা ঝুরি মেলে ছিল,
মন ব্যথা নিবারণের জন্য।


জুটলো একরাশ অবহেলা
প্রাপ্তির ভাঁড়ারে,
হয়ে ফতুর প্রেমে মগ্ন।


অংকুর হয়ে যা ছিলো
পাথরের মত পড়ে
সময়ের সীমাহীন বেড়াজালে।


সামনে এলো অচেনার মোড়কে
অজুহাতের পাতা নিয়ে সাথে
হারিয়ে যেতে অস্তাচলে।


এমন কালের ধারায়
তুলনার ইতিহাস এসে পড়ে
আজব ভাবে সম্মুখে।


সবাইকে এক আসনে বসিয়ে--
বিচার যায় কি করা ?
প্রশ্নটা ঘোরে ফিরে মস্তকে।
-----------------------------