বিরহের সামিয়ানায় গন্ধ বিলায় -তোমার যৌবন আকুতি।
আর ঠিক তখনই --স্মৃতি রোদ মেখে উঠে আসে-
তোমার আগুনের তাপ।
সহজিয়া নির্লীপ্ত চাঁদের নিঃস্ব ভালোবাসাও,
সত্যি মিথ্যার বেড়াজাল ভেদ করে আগমনী প্রত্যাশায়।
যদিও স্বচ্ছ জলরাশি আজ মিশে গেছে --
অভিমানের চোরা বানে,
সুগন্ধি গোলাপের নকশা আঁকা, কাঁটা-তার জড়ানোর কারণে।
আমন্ত্রণের গীত বাজে একাকী---
নৈশব্দের পাহাড়-চূড়ে,
তৃষ্ণার্ত রোদের কাছে এক নিরাকার ছায়া হয়ে সভ্যতার অন্তরালে---
পেন্ডুলামের দোলা ধ্বংসের মুখে,
অতি তুচ্ছ ভেজা রুমালের মত টিকে আছে--
মন ভেজানো প্রেমিক রূপে, একফোঁটা রোদ্দুরের অপেক্ষায়।
--------------------------------------
২৭/৫/১৯