এক তাজমহল গড়
একটা বিষয় অজানা থেকেই যেতো
যদি ফিরে দেখার পাতাটা থাকতো মোড়া
শরীর খুবলে যেই নতুন দেওয়াল হচ্ছে লিখন
দেখলাম বিবেকের হলো বিসর্জন!


তাই সবটা যখন জানা হয়ে গেলো
আর কথার বুকে কথা না গাঁথা ভালো
এর পরেও যদি না পারো
নীরব সাগরকে কাছে টেনে বলতে পারো হাই,হ্যালো
আর তা যদি না চাও
হৃদয় নগরে এক তাজ মহল গড়।
-----------------------------------
                           তবুও
একটু ফিরে যাই ফেলে আসা সময়ের পারে
দেখেছি কতশত লোক "উলঙ্গ রাজা" পাঠ রত
বিপরীতে কী ভীষণ আলোড়ন ঝড়!
আজ সমাজের বুকে এক বিপরীত অবস্থান
নিদারুণ অন্ধকার সময়!
কর্মক্ষেত্রে ভুয়ো নিয়োগ---কোথায় নেই চুরি?
সবখানেতে জড়িয়ে মুখোশের কারবারি!
তবুও লইটে মাছের প্রাবল্য এতোটাই বেশি।
------------------------------------------
-১৭/৫/২০২২-অবুঝ মন-