কুয়াশার বাঁধভাঙা ঢল
ঋতুরাজ করে টলমল
কোকিলের কুহুতান গেছে কোথা হারিয়ে!
অপরূপা পলাশ শিমুল
ঝরায়ে পাপড়ি সমূল
কাঁদছে ধরার বুকে, মুখবুজে।
কপোতের প্রেমের জ্বালা
শুকিয়ে যাচ্ছে মালা
কপতি বিরহের সুরে কাঁদে।
এরই মাঝে হঠাৎ , হঠাৎ
আসছে ঝঞ্ঝা ঝপাট
বাঁধ ভাঙ্গে নদীর কুলের।
লেগেছে মোড়ক ছোঁয়া
মরণের শোকের ছায়া
নেমে আসে কার অভিশাপে?
এ যে এক অকালবোধন
কাড়ছে মায়ার বাঁধন
বসন্তের নিদারুণ চিত্রপটে।
---------------------------------------
২৬/৩/১৯