আকাশ জুড়ে মেঘের পাহাড়
খেলছে সাঁতার খেলা
ঘনপ্লাবন ঝর্ণাধারা বর্ষণমুখর ঝরছে সারাবেলা।


ঝিরিঝিরি শীতল হাওয়ায়
গাছের পাতা নড়ে
সময় সময় বিকট সুরে মেঘ গুর গুর করে।


অকাল শ্রাবণ শরৎ মেলার
মুখ হয়েছে ভার
কাশফুল লুটায় মাথা কাদার উপর।


শিউলি ফুলের আতর গন্ধ
পানসি হয়ে ভাসে
ডাহুক ডাকে বিষাদ সুরে ঢেউয়ের সাগর হাসে।


দুলছে তরী ফুঁসছে জল সাগর-নদী পারে
এবার বুঝি যাবে ভেসে-
শাক সবজি ফসল ক্ষেত অকাল বাণের তোড়ে!


ঢাকের আওয়াজ বাজনা তোলে এ কি সময় এলো?
প্রমাদ গুনে জনে জনে
দুর্গা মায়ের চরণ তলে ভিড় জমালো।
--------------------------------------------
২৩/৯/২০২০-অবুঝ মন-