***।।এখানেই শেষ নয়।।***
-------------------------------------------
এখানে আকাশ নীল
সাদা মেঘ খেলা করে আকাশের বুকে
এখানে খেলছে ঢেউ
গাঙচিল ডানা মেলে ওড়ে ঝাঁকে ঝাঁকে।


এখানে সবুজ বন
ভ্রমরেরা দল বেঁধে ফুলে ফুলে ঘোরে
এখানে খোলা জানালা
দিন রাত বয়ে চলে হাওয়া ফুরফুরে।


এখানে আগুন স্রোত
মন নিয়ে খেলা করে দেয় বুক চিরে
এখানে অবুঝ মন
কতো কথা ভেবে চলে প্রেমেরই জোয়ারে!


এখানেই শেষ নয়
বাকি কথা মোড়া থাক স্মৃতিমাখা চাদরে।
---------------------------------------------
             -২৭/২/২০২১-অবুঝ মন-