তোমার অগ্নিতেজের একটু কনা--
যদি পায় এই ক্ষয়াটে বিবর্ণ সমাজ
হয়তো আগামীতে মাথা তুলে দাঁড়াতে পারে
দিকে দিকে ভেসে যাওয়ার বিষাদ আখ্যান,
আর কত দিন চলবে?এভাবে কী সত্যি এগোনো  যায়?
ডিজিটাল ভরা এজলাসে দাঁড়িয়ে মুচকি হাসির সুখী আল্লাদ!
খেলবো হোলীর ঠুংরি গজল,কাল বৈশাখী ঝড় কোমর নাচায়!
নেতাজীকে টেনে কোথায় নামিয়ে দিল আজ?
জানি চাঁদের কলঙ্ক আছে তাই বলে এভাবে!
কেষ্ট তো এমনটা ছিল না,বলতে পারো তাহলে এ দায় কার?
দেখো চেয়ে এ কেমন নির্ভেজাল নিশ্চিন্ত আশ্রয়
ভেসে যাওয়া নয়,অনন্ত জোৎস্নার হাত ধরে এগিয়ে চলা
এটাই পৃথিবী,এটাই চেতনা,নিবিড় সুহৃদ অক্ষর বিন্যাস।
-------------------------------------------
১৮/৩/২৩-অবুঝ মন-