----------------------------------------
দেখুন-দেখুন- একটি বার চেয়ে---
খোলা রাস্তায় কারা রয়েছে রাত জেগে
এই সমাজের লোকে যাদের বলেন-মাস্টার মশাই--
আসলে মানুষ গড়ার কারিগর যে,তারা সকলেই।


যাদের উপরে রচিত এই সমাজের ভীত---
তারাই বঞ্চিত-নিপীড়িত-অবহেলীত!
জ্ঞানের চোখ মেলে তাকিয়ে দেখুন----
তাদের কষ্টের প্রতিবাদী গীত।


ভেবে দেখুন একটি বার-এখনো সময় আছে--
দাবি-দাওয়া যে একেবারেই মিথ্যা নয়
সম-কাজে সম বেতন-চাওয়া যে--
শিক্ষার স্বার্থে অমূলক নয়-অধিকার।


আসুন হাত বাড়িয়ে দিই সকলে---
একটি অরাজ-নৈতিক ছাতার তলে
উস্থি অন্ততঃ সেকথাই বলে--
নেই দেরি নেই আর,পিআরটি নবজাগরন হল বলে।
----------------------------------------
১৩/৭/১৯