আমার এই প্রকাশনা সময়ের নিরিখ কতটুকু বদলাতে পারবে?
পাঁজর জুড়ে তবুও শুকতারাটা মাঝে মাঝে ওঠে জ্বলে
তাই মনেরই দুয়ার খুলে তোমাকে রোদ্দুর ভেবে আজো রেখেছি সাজিয়ে গুছিয়ে।


সোহাগী আলোর ছিটায় ঝিরঝিরে শ্রাবন বলো কে না চায়?
তাই বলে অস্ত রবির গান!একটুও ভাল লাগে না আর
না আর কোনো ক্ষরা চাই না,অনাবৃষ্টির ঢেউ আঁকা কখনো কি শোভা পায়?


তুমি চলে গেলে বলে সবকিছু শেষ,একথা মানতে নারাজ
যে খেত শুষ্ক সেখানে কি মৌসুমী বৃষ্টি আসে না কখনো এ কথা মানতে হবে আমায়?
এই তো সেদিন ভিসুভিয়াসের জ্বলে ওঠা দেখে ,দুচোখের পাতা এক হয়নি সারারাত।


এর ঠিক পর পরই পাতা ঝরা কবিতার বিজয় মিছিলে কেটে গেছে কতোকাল?
কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই মায়াবী বটের ছায়ার জয়জয়কার
আসলে সময় বদলালেও অনাকাঙ্ক্ষিত ডিগবাজি খেতে শিখেনি এখনো।
--------------------------------------------
১৯/৩/২০২১-অবুঝ মন-