।।এখনো সময় আছে।।-(৭)
------------------------------------
জল বিহীন অন্ধকারে ভাবছে বসে রবী--নবি
খুশির নেশায় উঠছে ভেসে আলপোনা রং নানান ছবি
আগ বাড়িয়ে কে বলবে 'হে রাজা তোর কাপড় কোথায়'?
মাথাগুলো বিকিয়ে গেছে পায়ের পরে তেল যে মাখায়
উলু-খাগড়া মরছে মরুক ওদের তাতে কি যায় আসে?
জল তুলির রং মশালে জন্মদিনে কবির পাশে
তুলসী পাতার শুদ্ধ জলে চাপান-উতোর চলছে বেশ
ধর্ম নীতির রঙ্গ বাজি বেহায়াপনার মুখোশ পেশ
এটাই এখন ফলের রসের সেরার সেরা অনশন
হায় বাঙালি বুঝবি কবে কোনটা নগ্ন স্রোতের টান?
দড়ি এখনো শক্ত আছে টানলে পরে বাড়বে মান
বেরিয়ে পডবে দাঁত মুখ সব দানের সেরা বিজ্ঞাপন।
--------------------------------------------
২৬/৫/২০২০-
----------------------------------------
।।নোনা ঢেউ।।  
--------------------------------------
আর কি আসবে ফিরে সেই সব দিন?
আন্দোলন আন্দোলন আর আন্দোলন
উত্তেজনায় ভরপুর সিঙ্গুর-,নন্দীগ্রাম উত্তাল ঢেউ
তাপসী মালির খোবলানো দেহ,পোড়া ফুসফুস-
আজও সেথায় একা একা ঘুরে বেড়ায়
ফিরে গেছে ন্যানোর জনক টাটার কর্ণধার
রক্তে ভেজা সেই মাটি এখন আবার ইতিহাসের পাতায়!


লাভ কি হলো সাধারণ জনগণের?
উপরন্তু বন্ধাত্ব পরিচয়ের বহর নিয়ে মাঠ,মাটি রইলো পড়ে
লাভের গুড় যে বা যারা খেলো সে তো গুটি কয়েক জন
মাত্র হাতে গোনা কয়েকটি বছর,তাতেই-মালামাল
ফ্ল্যাট বাড়ি,দামি গাড়ি,কয়েকশ কোটি টাকা পুরস্কার
সমাজের কাছে তারা আজ সমাজ সেবক নতুন যুগের আধার
কত ভক্ত সমাগম,ছবি আর ছবি ভরা-প্রচার চাই প্রচার!


মুখ ও মুখোশ ভরা অবাক মিছিল,নোনা ঢেউ খেলে যায়
সত্যি সেলুকাস-দুধ আর জল কখনো কি এক হয়?
-----------------------------------------
২৪/৫/২০২০-অবুঝ মন-