।।এখনো সময় আছে।।
      ।।নরেশ বৈদ্য।‌।
   ------------------------------------------
দ্রৌপদীর কথা মনে কি পড়ে?
বস্ত্রহরণ কালে কারা যেন নীরব ছিলো?
সময়টা তেমনই,গণতন্ত্রের অসার কঙ্কালসার-
কদর্য রূপ দাঁত বের করে আসছে তেড়ে
যারা রোজ খায় দায়,তাইরে নারে গান গায়,
বাহারি রঙিন মোড়কে কপচায় --
সেই সমস্ত তোতা পাখি গুলো আজ কোথায়?
চতুর্থ স্তম্ভের পোশাকটা টেনে হিঁচড়ে খুলে নিলো দূঃশাসন
তারা কি আজ ঠুঁটো,পিতামহ ভীষ্মের মতো
কিংবা অন্ধ ধৃতরাষ্ট্রের দল দাসে পরিণত!
সংক্রমণের পারদ ক্রমশঃ ছায়ার দৈর্ঘ্যের মত বাড়ছে
জ্বালাটা একটু আঁচ করুন-এখনো সময় আছে ।
    ----------------------------------
           ২০/২০২০-
--------------------------------------
কি মজা-কি মজা!
।।নরেশ বৈদ্য।।
------------------------------------
গোলার কাঠামোয় শকুনের ভিড়
পরিযায়ী ঘরে ফেরে দলে দলে
অলিন্দে জমে ওঠে শব্দ ফোয়ারার ব্যস্তানুপাতিক হার
শুধুই কপচানো-শুকনো মরিচ গুঁড়ো
ভাঁড়ার দীর্ঘ ফতুর--
দায়ভারে হাতে হাইড্রক্সি-ক্লোরোকুইন।
------------------------------------
-২৭/৫/২০২০-অবুঝ মন-