অনেক অনেক দিনের পরে
লাগলো মাদোল দোল
পারের খেয়ায় উঠলো ভেসে
স্বপ্ন সুখের উল্লাসি বোল।


ঘুমিয়ে পড়া মনের কোণায়
উঠলো আবার ঢেউ
সোহাগ রীতি বদলে গেল
জানলো না যে কেউ।


সুরে সুরে সুর মিলিয়ে
অনেক কথা আবার হলো
জাদুর মতো এক লহমায়
ঝোড়ো হাওয়ায় মিলিয়ে গেল।


পাশা খেলার ধরন খানি
জেগেছিল শিকড় মূলে!
পড়লো ঝরে অঝর ঝরা
গহীন ব্যথার সাগর কূলে।


এইতো চলা প্রেমের বাঁশির
মন যমুনার তীরে
একই অঙ্গে এতো কলা!
খায় যে কুরে কুরে।
---------------------------------------
৫/১২/১৯--অবুঝ মন--