প্রদীপ জ্বালানোর দায়িত্ব ভার রয়েছে হাতে
অথচ বুকজুড়ে যন্ত্রনা বিরাজমান
বারুদের কাঠিটি অন্য ঠিকানায় ভ্রাম্যমাণ।


মহান দেশে ভরে গেছে নয়া দেশপ্রেমিক
ছাতার তলে ঝান্ডার কান্ডারী হয়ে ঘোরে
বিদ্ধে বোঝাই বাবু মশাইয়ের মতোই,এরাই
বাম্ভুটে বোড়ে।


লোলুপ জিভ থেকে ঝরে পড়ে ভাগাড়ের গান
আর খবর দারির জোরালো চিল চিৎকারে--
শিক্ষাঙ্গনে,লাটে ওঠে পঠন-পাঠন।


পরিস্থিতি যে দিকে চলেছে তার যে শেষ কোথায়?
ভেঙে ফেলো,গুড়িয়ে দাও-এ লজ্জা শাসন ভার
সেখানেও,আজ একলা চলতে হয়।
------------------------------------------
১৪/১১/১৯--অবুঝ মন--