---------------------------------------------
ইচ্ছে নদীর ভেলায় চড়ে ভোরের বেলায়-
ফুল আনতে আসতে না হয় আরো একটি বার
অদেখারই মিলন মেলায়
দেখা হতো তোমার সঙ্গে বহুদিনের পর।


কৃষ্ণ চূড়ার আবির রঙে রেঙে
ফুঠতো গোলাপ সঙ্গোপনে বসন্ত বাহারে
অবুঝ মনের কোণায় কোণায় সবুজ পাতার ভাঁজে  
উঠতো ঢেউ ফাগুন দোলা রঙিন সুরে সুরে।


হাত নাড়িয়ে বলতে তুমি যেওনা এখন
দুচোখ ভরে আর একটু দেখবো তোমার মুগ্ধ ঐ নয়ন
বিদায় কালে চোখের জলে মুক্ত কনা ঝরঝরিয়ে
বলতে তুমি ফুঁফিয়ে উঠে যেওনা আর দূরে।


হয়তো তোমার চোখের জলের দাম রাখতে গিয়ে
ভুলে যেতাম কতকিছু আবার নতুন করে
তুমি বলতে সব পেয়েছি,হারিয়ে কিছু যায়নি
দেখা দিতো নতুন সূর্য,প্রেমের জীর্ণ তীরে।
--------------------------------------------
১৬/২/২০২০-অবুঝ মন-