বিলাসী ফাগুন হাওয়া--
যদি নাই বা থাকে মনে।
রঙিন বাসনা সৃষ্টি---
কেনো করো অকারণে?


পুর্ণ করেছো রক্তক্ষরণ--
মধুর রং মেশানো আবেদনে।
উত্তাপ ছড়ানো সেই--
মুগ্ধ মায়াবী মায়া ভুলি বা কেমনে?


কাঁটাতারের পঙ্গু বেড়া---
অনেক সাজিয়েছো যত্ন করে।
বিরহের জ্বালা ধরা নীলনদ--
আজ যদিও, চলে গেছে দূরে।।


নিছক ক্লান্ত পথিকের মতো--
বন্ধ্যা বিস্ময়ে জেগে থাকা।
অন্তঃকোণে ডুবে যাওয়া টাইটানিকের--
জ্যাক, ঘুমাতে চায় একা একা।।
-----------------------------------------
২৩/৮/১৯--অবুঝ মন--