অস্তিত্বের হাওয়া মাপতে গিয়ে
রং-মশালের জ্বললো আলো
পূর্বরাগের কাজল চোখে-
ইশারার লুকোচুরি আজও ঝলমল।


টের পাই ফানুস উড়ছে
তবুও তোমাকে জানতে দিই না
সহজাত প্রবৃত্তি বিকোয় হাটে
নির্ভীক চিত্তে সততার এ কী ছলনা!


জ্যোৎস্না কি খুঁজে নেয়-
অন্তহীন অন্ধকারের ফাতনা?
ধাপ্পার ভাঙা বাঁশি যেথা বাজে
স্মৃতি সেথা এঁটোপাত অলীক কল্পনা।
--------------------------------------------
১২/৬/২০২০-অবুঝ মন-