--------------------------------------------
বীজ ধান পোতা আছে
অথচ কতো এলোমেলো অগোছালো
অনেকটাই খরচ হয়ে গেলো বোঝার পাতায়।


কালান্তরের তমসাচ্ছন্ন পথে ভীষন পুড়ছি
তবুও হাট খোলা জানালায় উঁকি দিতে পারেনি কখনো।


জীবনের ক্যানভাসে,চেতনার উন্মেষে--
ভেঙে-চুরে কতকিছু বদলে গিয়েছে
তবুও মরা গোধূলি বেলায় চৌকাঠ পার হতে গিয়ে হোঁচট খেয়েছি বারংবার।


আজ মোবাইল বুক আলো করে যখন শুশ্রুষার দাবাই দিয়ে জানিয়ে দিলো
সবাইয়ের সাথে কথা বলো শুধু 'আমি' বাদ!
মনে হলো সত্যি কতোটা নির্বোধ হলে এক পায়ে দাঁড়িয়ে থাকতে হয়।


নূপুরের ছন্দ এখনও রয়েছে জেগে হলমার্ক সোনালী আলোকে
শুধু বিশ্বাস বলিদান গেছে চোরাবালি স্রোতে
আজ মনে হলো কৃষক অধিকার হারিয়ে--
নিঃসঙ্গ প্রপাতের মতো অযত্ন পরিনতির শিকার
সোনা কতটা খাঁটি হলে,এতো জ্যোতি প্রভা ছড়াতে পারে!
---------------------------------------------
৭/৬/২০২০-অবুঝ মন-