নিয়ম করে হাঁটছি কত--উঠছি ভোরে ভোরে
তবু কেন ওলোট পুরান--প্রেসারটা রোজ বাড়ে?


নানান শতক ভেবে ভেবে--কিছুই নাই পাই
চলার পথে এমনি করে--অবাক বনে যাই!


কে যে আমায় বলছে হেঁকে--এই পথে তে চল?
কী আর করি আঁকড়ে ধরি--বর্ণমালার ঢল।


হয়তো তখন চোখের আলোয়--উঠবে জেগে অবাক তারা
দেখবে তুমি থাকছে বেঁচে--আলোকের এই ঝর্ণাধারা।
-------------------------------------------
-২৮/১২/২০২১-অবুঝ মন-