ঘটনার ঘনঘটায় বদলে গেলো
জমাট পাথরের মত অভিমান
বয়সকে পিছনে ঠেলে
ব্যথার পরশ ভুলে
চলে গেল সে যে--
রয়েছে যেখানে চেনা রক্তের টান।


একথা সমাজের কজনই বা বোঝে
দগদগে স্মৃতিগুলো আজও ---
রয়েছে মনের কোনায় জেগে
তবুও যে, উনি গর্ভধারিনী মা
শত অপরাধ ক্ষমা করে দেয়,
কত সহজে,এটাই যে ওনাদের স্বভাব যে।


যাক, মুছে যাক- রাতজাগা কান্না
রক্ত চিনুক ওযে,
সবচেয়ে দামি হীরা পান্না
মানবিকতার জ্বলুক প্রদীপ শিখা
সমাজের বুকে,প্রতি ঘরে ঘরে
গাছকে অবহেলা আর কোরো না।
------------------------------------------