সুর জাগানো মাটির টানে
এলাম যখন গাঁয়ের পরে
খেয়াল খুশির মুক্ত দোলা
পেলাম ফিরে মনমনিয়ে
কয়েকটি দিন জীবন তীরে।


অনুরোধের উজান ঠেলে
যখন ঘরে এলাম ফিরে
উঠলো ভেসে চেনা মাটির
মোঃ মোঃ গন্ধ সুখ।


সন্ধ্যা বেলায় যেথায় ছিলো
মুক্ত মনের তটের ভেলা
সোহাগ সুরে ঝিলমিলিয়ে
মনের কোণে করতো খেলা
হারিয়ে কোথায় গেলো!


বাঁধ ভাঙ্গা ঢেউ উঠলো জেগে
ঝড়ের বেগে অবশ করে দিতে
অশান্ত মন ব্যাকুল বেগে
আকুল দিঘির কথা স্মরণ করে।


বুঁজলো নয়ন ভরলো বুক
কোথায় আছে লুকিয়ে সুখ?
পড়লো মনে বারে বারে
হৃদয় রাঙা মায়ের আকুল মুখ
কঁকিয়ে ওঠে ব্যাথার সাগর কূলে।
--------------------------------------
২৬/১২/১৯-অবুঝ মন-