**।।আলোর সাগর।।**
---------------------------------------------
একটা হাত হাতের উপর রাখতেই
শিরায় শিরায় শিহরন আবেগের বরিষণ সে কী বাড়াবাড়ি!
অথচ তখন কি জানতাম--
যমুনার প্রেমে আছে বাঁধা আছে পথ দুটি ভাগ আড়াআড়ি?
সেদিন গল্পটা ছিলো না মনে
তাই আঙুলে আঙুল টেনে আলতো মধুর ছোঁয়া হয়েছিলো উন্মাদ
সেখানে না কোন বাঁধা না ছিলো অন্য চাঁদ
কাজল দিঘির বুক জুড়ে বয়ে যায় সতেজ সমীরণ
দুটি মন অণুক্ষণ ধ্রুপদী জ্যোৎস্নার ন্যায়,মিলেমিশে করেছিলো যাতায়াত।


এর পর গোলযোগ ঘটেছিলো ঘটনার পরমাদ
সোনা দানা চুরি হলে ঠিক যেমনটি হয়
উবে গেলো আগুনে ঝড় সুনামি আস্ফালন
টুপটাপ খসে পড়ে হাজারো স্বপ্নীল ঝাড়বাতি অভিলাষ
চেনা পাখি খেয়ালি হাওয়ায় পরিযায়ী হলো নতুন ঠিকানায়!
সে এক কঠিন সময় ফুসফুসের ঘুপচি ঘরে অস্থির চরাচর
কলম ধরলো হাত,বুনলো চারা পেয়ে গেলো খোঁজ আলোর সাগর।
--------------------------------------------
        -৪/৫/২০২১-অবুঝ মন-