জীবন পথের বাঁকে-একটি ছায়া দাঁড়িয়ে
মনে হলো কবিতার রানী,
হাত  বাড়ালাম ধরার জন্য
হারিয়ে গেল ঘন কুয়াশার আঁধারে।
ঠিক তখনই একটি শব্দ--
ভেসে এলো কর্নকুহরে,
সব কিছু ভাবো সহজ করে
আশঙ্খার মেঘ দূরীভূত হবে চিরতরে।
বিষ্ময়ে প্রবেশ ভাবনার সাগরে--
স্মরণের পাতা এল মনের দ্বারে,
বুঝলাম কবিতার রানী আছে সাথে
ভালোবাসার জন্য- হৃদয়ের অন্তরে।
ছায়া হয়ে এসেছিল সে--
আলোর ঠিকানা দিতে।
---------------------------------