কোথাও যেন একটা ঝড় বইছে
মনে হলো বিদ্যুৎ খেলছে সাঁতার
অন্তহীন আবেগে খুঁজে চলেছি।
খুঁজতে খুঁজতে চৌকাঠে রাখি পা
হারিয়ে যাই হাজার স্মৃতির ভিড়ে।
অস্তিত্বের সংগ্রামে ফটোফ্রেম হাতড়ে-
অবকাশের ঝলমলে আকাশ খুঁজে
কবিতাকে বলি আমার হাত ধরো-।  
----------------------------------
      ২৩/১০/২০২০-
----------------------------------
   ।।এইতো জীবন।।
----------------------------------
স্বাস্থ্যবিধির নিয়ম মেনে
রোজ যেথায় মনটা টানে
বাদ সাধি বা কেমন করে?
চলে গেলাম মাঠের পরে।


বুট জুতো কি মানায় সেথা?
দূর্বা কোমল সবুজ ছাতা
নিত্য দিনের রেসের নেশা
খালি পায়ে খুবই খাশা।


পড়লো মাঠে বলের রাজা
দুই দলেতে খেলাই মজা
ভাবনা যেমন তেমন কাজ
ধেয়ে আসে আঘাত রাজ।


পা যে দুখান খোলা ছিলো
কাড়তে গিয়ে স্পাইক ছুঁলো
বুড়ো নখ দুভাগ হলো
যন্ত্রনাতে ভরিয়ে দিলো।


ঐ সময়ে যেটুকু চাই
মিটিয়ে দিলো বন্ধু ভাই
নিজ হাতে যত্ন করে
বরফ ঘসে ঔষুধ ভরে।


সময় যতো গড়িয়ে চলে
দপ-দপানি ডানা মেলে
এমন সময় কী আর করি
জীবনমুখী কাব্য গড়ি‌।
------------------------------------
-৩১/১০/২০২০-অবুঝ মন-