কলাপাতা শাড়ির ভাঁজে লালছে রঙের আভা
মনের কোণায় যত্ন করে রাঙিয়ে ছিলে শোভা
জানিয়ে ছিলে খুশিয় ভরে লাগছিল যে বেশ
মনোলভা রাঙাচেলি মাথায় কালো কেশ
পটল-চেরা আঁখির পলক ঝিলিমিলিয়ে ওঠে
কানের ঝুমকো দুল ছিল বেশ মুক্ত মনের তটে
রক্ত জবা পলার খাঁজে স্বর্ণাব রঙ বালা
নাকের নোলক রুপের ঝলক তোমার পথ চলা
রুনু ঝুনু নুপুর পায়ে মন রাঙিয়ে গেলে
গোলাপ রাঙা রঙিন ঠোঁটে হাসির তুফান তুলে
এমনি করে রেখে গেলে নানান মুক্তধারা
আমার যখন হল শুরু তোমার হল সারা।
------------------------------------------
৬/১২/১৯-অবুঝ মন-