শুধু দেখছি
টের পাচ্ছি না--
জ্বর আসছে কি না?
ততক্ষণে লিক হয়ে গেছে সাইকেল।


এবার নির্জীব চোখের পরিক্ষা শুরু
কমলকলি আবেগের মিষ্টি গন্ধে--
একটি ফুটফুটে দুর্গাকে উড়তে দেখে
বার কয়েক চেয়ে চেয়ে দেখলাম।


ছুটছে নদী,ছুটছে ঝর্ণার জল
ঝরছে ‌‌মুক্তোর অনাবিল উচ্ছ্বাস
পাতায় তখন অরিজিৎ সিং
না হলে অণুপমের বীজয় কেতন।


এতদ সত্বেও মনে হলো
আঁখি পল্লব বেয়ে মুক্তোর মতো কিছু আসছে নেমে
তখন একবারটি কি জানাতে পারতে না?
দেখতে এক ছুটে পালিয়ে আসতাম।
---------------------------------------------
১৩/১০/২০২১-অবুঝ মন-