"আমার মুক্তি আলোয় আলোয়"
-----------------------------------------
বলছে যে জন থাকলে পরে যায় না তাকে চেনা
ভাবের ঘরে সেই মানুষটির খুব কি কম লেনাদেনা?
চলে সবার যেতেই হবে এ কথাটি মিথ্যা নয়
তবুও দেখো ফানুস বাজি উড়ছে এই দুনিয়ায়
দুদিনের এই ভবে এসে কজন পারে বাসতে ভালো?
আসা যাওয়া পথের বাঁকে তাকিয়ে দেখো জ্বলছে আলো
আকাশ হতে শিক্ষা নিয়ে পথটি যদি চলা যায়
আঁধার ঘুচে আসবে ভোর ইহাই মুক্তি ইহাই জয়।
------------------------------------------
  
                  ।। সংক্রমণ।।
----------------------------------------
শব্দ ব্যাঞ্জন বলুন আর শব্দ ফিকির
সংক্রমণ দেখা দিলে দুটোই সমান
না উঠবে ঝড় না আসবে ঢেউ
মেঘের চাঙড়! নীরব পাথর!
জানবে বা কে কাঙাল মরেছে?
শুধুই উপচে পড়বে হাভাতের জল!
----------------------------------------
২২/৬/২০২১-অবুঝ মন-