মেঘ-রোদের খেলার স্থান সংকুলান
সেটা তুমিও জানো,আমিও---
আর শিরশিরে আবেগের কথা যদি বলো
তাও ডানাহীন পাখির মতো নৈব-নৈব-চ
ঐ যে পিয়ানোর সুর ভাসালে
কি যেন বলেছিলে? মনে পড়ে?
ওখানেই বাঁধা আছে চাহিদার মাধবীলতা,কাঙ্খিত স্বপ্নের সুখ
সেখানে কি দাবানলের আগুন হাওয়া কখনো বইতে পারে-
কিংবা শ্রাবণ সুখের উল্লাসে বৃষ্টিভেজার ইচ্ছে কি জমতে পারে?
এ কাঙাল মনও ভিক্ষার ঝুলি হারিয়ে ফেলছে সেই কবে
ঐ যে বললে আমার কোনো অসুবিধা নেই
সে কারণে শেষবারের মতো শীতের রোদকে ভুলে-
সামান্য ছায়া হয়ে,তোমার তিমিরে সমান্তরাল বয়:সন্ধির শব্দ বুনতে চেয়েছিলাম
একটুও নোনতা আলিঙ্গনের বিবশ ছবি নেই গোপন কোণায়
রক্তমাখা ফুসফুস কিছু কি লুটে নিতে পারে অলব্ধ ফসিল ফলাতে চেয়ে?
সে কথা জেনেও তুমি বন্ধনের ফিকে রঙে নীরব পাতায় প্রসুপ্ত কান্না এঁকে দিলে!
--------------------------------------------
১/৮/২০২০-অবুঝ মন-