যুগ যুগ ধরে --
কি অপূর্ব রূপের মহিমায়
সজ্জিত রয়েছে ভাঁজে ভাঁজে
কখনো রুপোলী দেহ--
আবার কখনও বা সোনালীর স্বর্ণাভাবে।
কত আশা জাগায় প্রানে
অফুরান উন্মাদনার শিহরণ ডেকে আনে
মোহময়ী যাদুকরী জোছনা কিরনে।
এরই মাঝে ঘনায় ছায়া,মাঝে মাঝেই
মেঘলা পাহাড়ের আঁচল বেয়ে নেমে আসে
শ্বেত শুভ্র ঝুরঝুরে তুষার বৃষ্টির কনা
জেগে ওঠে পাড়া,আনন্দের চরম সীমানা
যদিও প্রতিপাদে প্রতিক্ষণে রয়েছে-
ভয়ার্ত তুষার ঝড়ের ভয়
তবুও যে আমরা মানুষ,বিশ্বাসী ভাবনা বুকেতে নিয়ে
যুগ যুগ ধরেই এগিয়ে চলার পথে--
আমরাই করেছি জয়
আমরাই  করবো জয়, নিশ্চয়।
-----------------------------------------
১৬/১০/১৯-অবুঝ মন-