।।অমৃতের স্বাদ।।
যেখানে জেনে গেছো মন হীন জানালায়
ফতুরের মেঘ ছাড়া কিছু নেই
থাকতে পারে কোনো এক সময়ের চলাচল।


তুমি ভাবতে পারো সে সময় তোমার ছিলো
তাতে লাভ কি বলো?
একটু তলিয়ে দেখো খুঁজে পাবে এক রাশ খেয়ালের ঝড়
তার চেয়ে বেশি হলে বড়জোর পেতে পারো পাতা খসার স্বর।


তাই বলি কী এদিক ওদিক নয়
কবিতার মায়াজালে বিকেলের বেলাভূমি কর পারাপার
পেয়ে যাবে মৃত সঞ্জীবনী সুধা এক বুক অসীম আকাশ--অমৃতের স্বাদ।
------------------------------------
জানিনা ফুরাবে কবে
------------------------------------
একটা ভাসানো ছবি
কত কিছু দিতে পারে
সেটাও বুঝতে হয়!
দূরে দূরে--কাছে কাছে
এভাবেও আসা যায়।


এই যে যাওয়া আসার
খোলা জানালা
হিসাব কি রাখে মনে?
অথচ ঢেউ আর ঢেউ খেলে
কী ভীষণ ঝড় নিয়ে
প্রেমের গল্প বুনে!


শুধু চেয়ে থাকা প্রত্যাশা ঘিরে
"জানি না ফুরাবে কবে--
এই পথ চাওয়া"।
-------------------------------------
-৭/৯/২০২১-অবুঝ মন-