তখনও আশা ছিলো--
বলেছিলে কি পরবো বলো?
বিদ্যুৎ খেলেছিলো উজান স্রোতে
কাছে এলে হাতে হাত রেখে
ধরা দিলে বহতা নদীর মতো।


সময়ের নিরিখে বয়ে গেছে কতো জল
কখনো ফুচকার স্বাদ,কখনো ফসকা ঢেঁকুর
শান্ত দিঘির পাড় ছুঁয়ে মেঘের সাঁতার
এই আছো-এই নেই ভাবনা সমীচীন
গা ছুঁয়ে বসে আছে নন্দন চত্বর।


এখন যা আছে পড়ে বিষন্ন বিকেল
ঠান্ডা হাওয়ার বেগ ধূ ধূ প্রান্তর
সত্যিটা ঢলে আছে অন্য কোথাও
শব্দ না খেলা যা বিদগ্ধ ঢেউ
কবিতা ধরেছে হাত অনন্ত বিশ্বাসে।
----------------------------------------
১/১১/২০২০-অবুঝ মন-