।।অঞ্জলি লহ মোর।।
‌     ।।নরেশ বৈদ্য।‌।
---------------------------------------------
কিভাবে করবো শুরু?
কোথায় যে শেষ কিছুই জানি না
চরৈবেতি চরৈবেতি ধ্বনি শুনি
আধো ঘুমে রয়েছি জেগে বিছানায়
হঠাৎই পাড়া জাগিয়ে মঙ্গলালোকে
শঙ্খের ধুন বেজে ওঠে
পুবাকাশ জুড়ে লালে লাল হয়ে
রবির কিরণ উঠছে মেতে
একটাই ছবি আসে ভেসে স্বপ্নের ক্যানভাসে
"চরণ ধরিতে দিয়ো গো আমারে-
নিয়ো না,নিয়ো না সরায়ে" সুর আসে ভেসে
যেদিকে তাকাই একটাই ছবি
প্রাণের ঠাকুর,রবী ঠাকুর বিরাজে
দেড়শো বছর পেরিয়ে গিয়েছে -
প্রায় দশটি বছর আগে
আজ পঁচিশে বৈশাখ বাঙালির মনে-
বাঙালির প্রাণে ঠাকুর রয়েছে জেগে
তিনি সেই জন,যে জন করেছে বাংলা ভাষার সাধনা
ছোটগল্পের ভরেছে ডালি,উপন্যাসের নানান থালি,
নাটক,গান,গীতাঞ্জলি অমর কীর্তি করেছেন রচনা
তিনি যে সবার কবি-
বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ
তোমারই হোক জয়,তোমারই হোক জয়-
হে কবি তোমাকে প্রণাম,তোমাকে প্রণাম।
---------------------------------------------
৮/৫/২০২০-অবুঝ মন-