ধূসরিত গোধূলি বেলার ঘামে
কাতারে কাতারে জমছে অভিমান
প্রগতির ত্রাতা ,এই ভাবনা
অবেলায় চেপে বসেছে মনে অকারন।


জমা খাতার কাছে আবেদন --
জমা পড়ে ,সহজ সরলের নিয়মে
বাধা বিহীন, দ্বিধাহীনভাবে সরলতার ছোঁয়া
এগিয়ে আসে মায়াবী আলোর ভূবনে।


অবারিত দ্বার উন্মোচিত হয় সারল্যের মোড়কে
কেন জানিনা অবগুণ্ঠন ,বাঁধা হয়ে দাঁড়ায় সম্মুখে!
জীবন খাতার ,পাতার মাঝে
ললনার রূপবতী মধু মেখে।


নীরব দায়ভার শ্যাওলার আকারে
কাদা খোঁচার মাঝে  তাকিয়ে
পথ চলতি  দগ্ধ সবুজ ঘাসের মতো
বাসর সাজিয়ে দাঁড়িয়ে, রাস্তায় চেয়ে কে কাঁদে?
---------------------------------------------------------