সামান্য জলের প্রত্যাশায়
বীজটা লুকিয়ে আছে খোলসের ভিতরে
মরুতে বৃষ্টির ছিঁটে ফোঁটা মেলা ভার
হঠাৎ-ই ঘন কুয়াশার দেওয়ালে মেঘের আনাগোনা
আশার পর্দায় ভেসে ওঠে
তুমি কেমন আছো
ব্যাস ঐ পর্যন্তই,মেঘ গেল আবার হারিয়ে
বৃষ্টিও আর এলোনা,
বীজটা রইলো আজও চাতকের মতো চেয়ে
অঙ্কুরিত হওয়ার প্রত্যাশায়,খোলামেলা গোলক ধাঁধায়।
------------------------------------------
২৬/১০/১৯-অবুঝ মন-