**২০২০-শারদ সংখ্যা**
               ।। অন্তর্ঘাত।‌।
        ।।কলমে: নরেশ বৈদ্য।।
---------------------------------------------
সময়ের বাঁক ঘিরে ভাপানো বৃত্তের দীর্ঘশ্বাস
কি করে দেখতে পেলে যমুনার তীরে জেগে সবুজ পাতা?
ওটা ছিলো যে লকলকে সলতের লেলিহান খাতা
আসলে যা শিকড় ছেঁড়া ভাঁজে ভাঁজে লুকোনো বলিরেখা
কেন বা হাঁক পেড়ে দিতে হলো ডাক শেষ অবেলায়?


সঙ্গম মনে করে ধরা দিতে এলেম কাছে
পাগল যে হবে তুমি বলেছি হেঁকে
তখনও যে বৃষ্টিতে ভিজতে চেয়ে অনেক বাঁদর নাচছে
রসালো ফানুসের হলো জয় জয়াকার
তোমার পুরোনো আকর্ষী জেগে বেলা শেষে থাকে কি আর?


হোঁচটের রাস্তা খুঁজে নিজেকে সরিয়ে নিলেম টুনটুনি সাজে
সাদা পোশাকের মোড়কে বেশ মানিয়ে নিলেম কথায় আর কাজে
ক্ষণিকের দাবানলে যেটুকু আদর আলিঙ্গন তা ছিলো যে সুপরির খোল
ভাবলে কেন বা মিষ্টি মুখর রসগোল্লার রসায়ন ঝোল?
নাও দেখি এবার তুমি জ্বলে পুড়ে মৃত্যু উপত্যকায় কি করে হাঁটো?
--------------------------------------------
২৯/৯/২০২০-অবুঝ মন-
প্রকাশিত কবিতা-ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা-শারদসংখ্যা।