চেনা পৃথিবীকে মনে হয় অচেনা
চারিদিকে শুধু শুন্যতার ছোঁয়া
হৃদয় সাগরে উঠেছে অপ্রত্যাশিত ঢেউ
মরুঝড়ের মতো।
বন্ধ ঘরে বিছানাতে শুয়ে শুয়ে
খুঁজেছি চোখ মেলে--
মনে হল সবই তো আছে
তবু ও যেন কিসের অভাব- মনের খোলা আকাশেতে।
হঠাৎই প্রশ্ন ভেসে আসে --
কিরে খোকা ভাবছিস কেন এতো?
জাগতিক সংসারে এটাই তো নিয়ম
চলে যেতে হবে কালের স্রোতে -ভেসে একে একে।
চোখ পড়ল ছবির উপর
স্বর্গীয় পিতা আছে যেথা দাঁড়িয়ে
ছল ছল করে ওঠে আঁখি
প্রনমী চরণে- মনে মনে।
-----------------------------------