--------------------------------------
দূরে দূরে থাকো কিংবা দূরে সরিয়ে দাও--
চলে যাব, এখন আর---
তোমার পথের কাঁটা হবো না আমি।
                   কেবল
তোমার- ই চলার পথের বাঁকে বাঁকে
আজীবন ধরে পুতে যাব ----
কবিতার চারা।
                     যারা
একদিন বড় হয়ে তোমায় দেবে ছায়া
যে গাছের প্রতিটি ফুল ----
তোমার জীবনে বয়ে আনবে আনন্দধারা।
                      আর
প্রতি পাতায় লেখা থাকবে--
আমাদের ভালো বাসার মান-অভিমান
আমি পাবো ব্যথা ভোলা নির্মল শান্তি।
                      আর
আমার অলক ঝরাগলি থাকবে --
মাটির অনেক গভীরে ,প্রতিটি শিকড়ে
যা তুমি কখনো,কোন দিনই দেখতে পাবে না।
                        তবে
ভুল করে মনের অজান্তে , যদি কোন দিন--
একটি গাছের গায়ে হাত রাখো,
জানবে সে আর কেউ নয়--ছিলাম আমি।
----------------------------------------
৬/৪/১৯--এই কবিতাটি লেখা আমার খুবই প্রিয় কবি-ভাই-বন্ধু-সৈকত পাল(নীরব দুপুর)-এর অত্যন্ত জনপ্রিয় একটি প্রেমের কবিতা অনুকরনে)--