***করোনা-(১)***
এই যে আকাশ এই যে বাতাস এর মধ্যেও বিষ থাকে!
করোনা এসে বুঝিয়ে দিলো ক্রান্তিকাল বলে কাকে।
ভুবন ডাঙ্গায় ঘুরতে গেলে নাক মুখ চোখ ঢাকো আগে
একটু বেহিসেবি হয়েছো কী করোনা ঠিক নেবে বাগে!


               ***করোনা-(২)***
অদৃশ্য এক ভাইরাস এলো নামটি তার করোনা
ধনী-গরীব নির্বিশেষে রেহাত কাউকে করে না
ধরলে পরে বন্ধ খাঁচায় চোদ্দ দিন কোয়ারেন্টটাইন
যম-মানুষের টানাটানি,জিতলে ফিরবে ভ্যালেন্টাইন।
---------------------------------------------
১০/১১/২০২০
---------------------------------------------
           ***জানালা-(১)-***
।।যা পাখি উড়তে দিলাম তোকে।।
ঝরা পাতা ঝড়কে ডেকে আনলো যখন বৃষ্টি জোরে
ইচ্ছে নদী জানলা খুলে উড়ছে তখন পাখনা মেলে
মন যমুনা উথাল পাথাল রঙিন স্বপন আঁকড়ে ধরে
এমন সময় জানা গেলো পাখি গেছে বনে চলে।
              
          ***জানালা-(২)-""***
       এ কেমন নেশা?
মন যেখানে নেই,জানালা বলে কি কিছুই থাকে?
ক্ষুধার জ্বালা এমন জ্বালা ডাকতে হবে যাকে তাকে!
ভালোবাসার এ কোন নেশা সবটাই কি কথার কথা?
কি দরকার এমন করে খেলার ছলে বাড়িয়ে ব্যথা?
---------------------------------------------
      ***এই তো সময়!****
লাশের কারখানা গড়ে ঢালাও পাহাড় সাজাও
প্রচার হাসছে দেখো ডাকছে কত ম্যাও ম্যাও
ধুনোর গন্ধ ভরা
ঝরছে রক্ত ধারা
গরিবের চোখে ধুলো,ওরা জলে বিশ বাঁও।
---------------------------------------------
            ১/১১/২০২০-অবুঝ মন-