জীবনের হিসাব নিকাশ গিজগিজে গণিতে ভরা
অংকের গরমিল হয়েছে কী শুরু হয় পাতা ঝরা
কেউ করে ফুর্তি হিসাবের বালাই তো নেই
কেউ ভেবে সারা হয় হারিয়ে খেই
সবটাই চাওয়া পাওয়ার বোঝাপড়া খেল
জীবনের মনোরথে এভাবেই কেউ কেউ করে ডাহা ফেল।
----------------------------------------
               -২৯/১/২০২১-
--------------------------------
                 জলাভূমি-(১)
চারিদিকে আজ খবরের পাতা জুড়ে-
উঁকি মারে আকাশে,অট্টালিকার সারি
সময়ের বেড়াজালে,কালো ছায়ার ভিড়ে
জলাভূমি দখলের এ কী ভীষণ মারামারি!


             জলাভূমি-(২)
সবুজ পতাকার জলাভূমি,জঙ্গল
কে না চেনে?নাম যে তার সুন্দরবন
হু হু করে ঢুকছে সেথা বেনো জল
আর নয় ধ্বংস,করা চাই সংরক্ষণ।
---------------------------------------------
২৭/১/২০২১-অবুঝ মন--