১৬৬)-**
কবর খোঁড়ার কাজটি যখন
হয়ে গেছে ভালো ভাবে
মরার জন্য তৈরি থেকো
ভেবে আর লাভ কি হবে?


তার আগে সুখের খোঁজে
বসে পড়ো বাটি হাতে
দুমুঠো চাল উড়ে এসে
ভিক্ষা রূপে পড়বে পাতে।


স্বাধীনতা শব্দবন্ধ--
জব্দ হয়ে মুখ লুকাবে।
-----------------------------------
১৬৭)**
ঝাড়ের বাঁশের প্রসার হলে
নানান ভাবে খেলা খেলে
মাছ ধরা যায় ঘোলা জলে।


আগলে রাখা পাখির চোখ
মানুষ খেকো নেশার ঝোঁক
বুঝবে কে বা এসব ঢোক?


করুক লোকে কোঁকর কোঁক।
------------------------------------------
১৬৮)**
যা হয়েছে হওয়ার ছিলো
এই কথাটি মানলে ভালো
না পারলে খুঁড়িয়ে চলো।


রক্ত নদী বইবে জেনে
আগুন হাওয়া আনলে টেনে!
গিলতে হবে মনেপ্রাণে।


ভেবে দেখো কে না জানে?
অভিনয়ের গল্প বোনে।
-----------------------------------------
৩/৫/২০২১-অবুঝ মন-