কাঁচ--(১)
ধুলো মাখবো না বলে যখনই বাড়িয়েছি হাত
মুহূর্তে উঠেছে ভেসে কাঁচের দেওয়াল
পান্না নয়,চুনিও নয়---
ভুরিভুরি প্রতিশ্রুতির ভাঙ্গা কাঁচ,চকচকে বেড়াজাল।
                      কাঁচ-(২)
আজ যেদিকে তাকাই সেদিকেই দেখি--
টুকরো কাঁচের ছড়াছড়ি
জমছে ধুলো ভরা যৌবনেও,
সাহারাকে বুকে জড়িয়ে কাঁচের নাতিশীতোষ্ণে গড়াগড়ি!
--------------------------------------------
৫/১০/২০২০-
-------------------------------------------
ঝাপসা কাঁচে যায় কি দেখা জীবনপুরের দাম?
একটু অতীতে হয়েছে কী হলুদ হবে খাম
রঙিন যতই গল্প হোক তলিয়ে যাবে অন্ধকারে
মায়ার বড়াই আপন সুর ঠাঁই পাবে ধূলার পরে
বৃথা ভেবে মরিস মিছে ওরে কাঙাল মন
কর্ম গুনে হোক পরিচয় মিষ্টি মুখর জীবনপন।
---------------------------------------------
১০/৮/২০২০-অবুঝ মন-