জোছনা মাখতে চাওয়া অলীক স্বপন
দায়ভার সব চাষাদের কাঁধে হয় যে বপন
বলবে কি কেউ রাজার চোখের দিকে চেয়ে?
ঘূর্ণিঝড় হয়রানি,কালো মেঘ ধরবে ছেয়ে!
এ কোন সময়--এটাই কি নিয়ম?
ভাবতে ভীষনই অবাক লাগে!
----অবুঝ মন----৬/৭/২০২০
---------------------------------------------
হতে চেয়ে মালামাল তেল মারে পক পক
কানাকড়ি দেখা পেলে চোখ করে চক চক
এইতো নেতার কাজ
বক বকে রকবাজ
জনতার রোষানলে বুক করে ধক ধক।
--------------------------------------------
১৯/৬/২০২০-
-------------------------------------
একশো দিনের কাজের দাবি সময় মতো বদলে যায়
আর রক্তচোষা ড্রাগন গুলো মুখোশ পরে ঘুরে বেড়ায়
গামলা গুলো মুচকি হাসে
উলু খাগড়া জড়ায় ফাঁসে
সমাজ সেবার বেঘোর নেশায় পুঁটিমাছ দের পরান যায়।
---------------------------------------------
২০/৬/২০২০-অবুঝ মন-