২৯১)
যাত্রা পথের আজ হলো শুরু-ভাবছেন কি বুক করে দুরু দুরু?
ঠিক তা না,এখানেই মুক্তির শ্বাস-যেখানে কাজ আর কাজ লেগে থাকে বারোমাস
জনশতাব্দী এক্সপ্রেস দিলো শিতের আলতো ছোঁয়া-জানি না এরপরে থেকে যাবে কি কিছু মায়া?
হোক শুরু কিছু গান-মুছে যাক যতো মান- অভিমান-আর কী বেচেঁ থাক সম্মান।
---------------------------
২৯২)
কতবার ভেবেছি এই বুঝি হলো শেষ
কিভাবে--কখন যে খস খস শব্দে--
সোনাঝুরি নেমে আসে কে জানে?
বুঝে যাই মেঘ নয় রোদ্দুর সামনে।
মুছে যেতে থাকে সব কঙ্কাল কারাবাস
গড়ে ওঠে এক আকাশ শব্দের মাচা ঘর।
------------------------------------
-১১/১০/২২-অবুঝ মন-