রাঙা ফাগুন কিংবা বসন্ত
দুটোই সমান
দিন আসে দিন যায়
স্মৃতি রয়ে যায় অম্লান
কিছু প্রস্তাব
কিছু বা প্রতিশ্রুতি
বর্ণমালার পরিচিত ঝলমলে রোদ
বোঝার পাতায় চোখ রেখে দেখি
আসে ফিরে বারে বারে
বিদগ্ধ মায়াভরা গোদ।
--------------------------------------
১৮/২/২০২০-
---------------------------------------
'হয়তো তোমারই জন্য'
মন করে আনচান আজ
পলাশ কুসুম ফাগুন রঙে
মুখোমুখি সাক্ষাতের
বুনো ঢেউগুলো ঝাপটায়
সময় তরঙ্গে জানি নেই ভয়-
তবুও,কি হবে জয়?
রয়ে যাবে দূরে আজও নিঃশ্চয়!
----------------------------------------
১৯/২/২০২০-অবুঝ মন-