কেউটে গুলো যাচ্ছে ছেড়ে
হেলে হচ্ছে ঘুঁটির বোড়ে
খেলবে খেল
ভাঙবে বেল
গৌরি সেন উঠছে নড়ে!
------------------------------------
-২৪/১/২০২১-
------------------------------------
                        বাঁধন-(১)
অনুভবের পারদটা যেই ধিরে ধিরে উঠলো দুলে
মনের বাঁধন যত্ন করে সেই সময়ে নিলে খুলে
খেয়া তরী বাঁধা আছে অন্য ঘাটে বলেই দিলে
তবুও দেখো খোঁজ খবরের পাতা গুলো কি ঝলমলে!
                         বাঁধন-(২)
তুমি যখন কোয়েল সুরে আগের মতো দিলে সাড়া
বৃষ্টি ভেজার ইচ্ছে নিয়ে আমার শহর নজর কাড়া/জাগছে তখন আমার পাড়া
বাঁধন বীনা বাজছে সুরে মনের মতো
তোমায় নতুন করে পাবো বলে অলীক স্বপন আঁকছে ছবি শতশত
---------------------------------------


বোলিংপিচ ফাস্ট হতে না হতেই একে একে উইকেট পড়ে
তাতে বা হয়েছে কী,রাজামশাই খুব চতুর বিজ্ঞাপন ঘরে ঘরে
ট্যাবের আলো জ্বেলে
শিক্ষাদিক্ষা শিকেয় তুলে
যুদ্ধের দামামা বাজিয়ে কৌশলী চাল চেলে কাঁচা কাদা ছুঁড়ছে জোরে।
--------------------------------------------
-১০/১/২০২১-অবুঝ মন-