ঘুমের মধ্যে এম্বুলেন্সের শব্দ খেয়ে ফেলি
কলিং বেল টিপছে কারা?
সাদা পোশাকের কয়েকটি ভুত সিঁড়ি দিয়ে উপরে উঠছে
এ কি সারা শরীর ভেজা কেন?
বুঝেছি শেষবারের মতো নিতে এসেছে
বিদায়-পৃথিবী বিদায়!
-----------------------------
১৩/৭/২০২০
------------------------------
ভেবেছিলাম বাইরে ঝড় উঠুক--
সামলে নিয়ে আলোর মিছিলে হাঁটতে অসুবিধা হবে না
তাই বলে ভিতরে দমকা বাতাস-
বন্ধনের ফিকে রঙ টুকুও-ধুয়ে মুছে দিয়ে যাবে
যে জ্যোৎস্নায়,স্থানের দীপাধার থাকে
সেখানে কি করে আসে ভেসে গরল সাগর?
এখন আর আগের মতো নেই
যোগ বিয়োগের কাটাকাটি ভিড়ে-
থক থকে কান্না ভেজা বালিশ বুকে নিয়ে
বিয়োগের সাঁকোয় চিৎ হয়ে শুয়ে আছি।
---------------------------------------------
১৩/৭/২০২০-
--------------------------------------------
ও তো জানিয়েছে আমার পক্ষে সম্ভব নয়
তবু কেন মৃত আঁশের গন্ধে বসে থাকা
দরজা খুলে রেখে দিলে কি--
বিশ্বাস উঁকি মারবে চৌকাঠের ওপ্রান্তে আর?
--------------------------------------------
১৬/৭/২০২০-অবুঝ মন-